ভোট এলে জনগণ হয় রাজার রাজা;
সকাল সন্ধ্যা জোটে গরম খাজা;
আরো জোটে চা পান সন্দেশ;
আদোর আপ্যায়নের নেই কোন শেষ।
বুকে জড়িয়ে করে কোলাকুলি;
যদিও শরীরে থাকে ময়লা ঘাম ধুলি।


হাসিমুখে বলে কথা কত যেন আপন;
কথার সাথে চলে নানা আপ্যায়ন।
পারলে ধুয়ে দিতে চায় পদ যুগল;
শিখে নিতে চায় অংক ইংরেজি ভূগোল।
যদি হতে পারে ভোটে পার;
বাপ দাদা চৌদ্দগুষ্টিকে করবে উদ্ধার।


এলাকার সকল সমস্যার করবে সমাধান;
সবার মুখে থাকবে শুধু গান আর গান।
সুখ সাগরে ভাসবে জনগণ;
জনতা সবাই ভাই বোন একান্ত আপন।
ভোটের পর দিবসে ঘনায় রাত;
হারিকেনে হাত জনতা ঠুঁটো জগন্নাথ।
তারিখ: ২২-০১-২০২৪ ইং;