ঘড়ির পেন্ডুলামের মত দোলে মানুষের মন;
সকাল বিকাল সন্ধ্যা সারাক্ষণ।
এই মেঘ এই বৃষ্টি পরক্ষণেই উজ্জ্বল আকাশ;
ঠিক যেন শ্রাবণের গভীর ঘন উচ্ছ্বাস।
শৈশবের চেতনা যৌবনে অচল;
প্রিয়ার জন্য অঝোর ধারায় ঝরে অশ্রু জল।  


প্রিয় বন্ধু অথবা প্রিয় কোন মানুষের অদর্শন;
ভেঙে যায় হৃদয় অস্ত্র সিক্ত নয়ন।
মুহূর্তের অঘটনা আবার বদলে দেয় মন;
আজীবন বন্ধ প্রিয় বন্ধুর মুখ দর্শন।    
বড়ই আশ্চর্য মানুষের মন;
প্রতিটা মুহূর্তই চলতে থাকে পরিবর্তন।


এ পরিবর্তন কখনো সাধিত হয় সংগোপনে;
দৃষ্টিগোচর হয়না সাধারণ নয়নে।
কখনো হয় বৈপ্লবিক পরিবর্তন;
অনেক সময় খুঁজে যায় না পাওয়া কারণ।    
এ মন কখনোই মানে না কারো বারণ;
পৃথিবীর অষ্টম আশ্চর্য নিদর্শন মানুষের মন।
তারিখ: ১০-০৩-২০২৪ ইং;