অবহেলায় পড়েছিল একটি চারা বাগানের ধারে;
গোলাপ ভাবিয়া রোপিলাম সেই বৃক্ষশিশুরে।
যত্ন করলাম তারে অহর্নিশ।
সেটা এখন বিশাল বৃক্ষ ফুলে ফলে মহিরুহু।
কাছে গিয়ে দেখি দেহ তার কাঁটায় ভরা;
শাখায় শাখায় তার রঙিন ফুল ও ফলের সমাহার।
কিন্তু সে গাছে বসে না কোন পাখি,
গাছের নিচে পড়ে আছে অসংখ্য মৃত্যু কীট।
গাছের ছায়া যতদূর বিস্তৃত মরেছে অন্য সব বৃক্ষ।


বিশেষজ্ঞ জানালো এটা বিষবৃক্ষ,
এর কাঁটা ফুল ফল পাতা বিষে ভরা।
এর ছোঁয়ায় মৃত্যু অনিবার্য তাইতো বসেনা পাখি।
নিচের মৃত্যু কীটরা হয়ে আছে সাক্ষী।
এই বিষবৃক্ষ অংকুরে করিনি বিনষ্ট।
আজ তার ধ্বংস কঠিন সে যে এখন মহিরুহু।


নিজ হাতে সৃষ্টি করলাম যে বিষ বৃক্ষ;
সে আজ বিদীর্ণ করছে আমারই বক্ষ।
মনে পড়ে আজ পণ্ডিতের অমর বাণী,
ভাবিয়া করিও কাজ, হবে না ভুল;
নইলে পরিণামে দিতে হবে অনেক বড় মাশুল।
তারিখ: ১৮-০৭-২০২৩ ইং;