সবার ভোট দরকার;
ভোট ছাড়া সাধ্য কার গড়বে সরকার!
পেতে হবে বেশি ভোট;  
অনেকে মিলে জোট অথবা মহাজোট।
কেউ হাতে পায়ে ধরে;
জনতার দ্বারে দ্বারে ভোট ভিক্ষা করে।  
কেউবা আদর্শ কপচান;
মুখে কথার বান ভোট দিলেই সমাধান।
কেউ কেউ দেখায় লোভ;
মনে নেই ক্ষোভ জিতলে বানাবে পোপ।
কেউ দেখায় বন্দুকের ভয়;
করে দেবে ক্ষয় না যদি হয় ভোটে জয়।  
কেউ চায় কিনতে ভোট;
টাকা সহ ছোট নগদে কিনে নাও মোট।
কেউ করে জনসংযোগ;
নেই রোগশোক শুধু জনতার মনোযোগ।
কেউবা করে জনসভা;
দারুণ চাপা ওরে বাবা দেবে লাল জবা।
কেউ দল বেঁধে গায় গান;
খায় পান কথার বান চিৎকারে নষ্ট কান।
রশিতে ঝুলছে পোস্টার;
মাইকে চিৎকার ঘরে থাকে সাধ্য কার।  
চা পান নাস্তা ফ্রি খাও;
কেন্দ্রে চলে যাও মার্কা দেখে ভোট দাও।
একটাই লক্ষ্য সবার;
ভোটে জিতবে এবার গড়বেই সরকার।  
তারিখ: ১৪-১২-২০২৩ ইং;