বৈশাখ এবারে রুদ্রমূর্তি করেছে ধারণ;
তাপমাত্রার উর্ধ্বগতি শুনছে না বারণ।
প্রবাল তাপাদাহে অতিষ্ঠ জন জীবন;
অসহ্য লাগছে প্রকৃতির বৈরী আচরণ।


কাল বৈশাখী চলে গেছে ঘুমের দেশে;
শান্ত সুশীলা পল্লী বালিকার বেশে।
পবন দেবের সাথে অঞ্জনার অভিমান;
গঞ্জিকা সেবনে গভীর নিদ্রায় অচেতন।


দেবরাজ ইন্দ্র রাজ্যসভা ছেড়ে করছে রঙ্গ;
উপভোগ করছে, উর্বশী মেনকাদের সঙ্গ।
সুযোগ বুঝে, মেঘেরা গেছে ঘুমের দেশে;
দুনিয়া ভুলে, আছে তারা গভীর আবেশে।


সুযোগ বুঝে সূর্য দেব ছড়াচ্ছে উত্তাপ;
শুষে নিবে ধরণীতে জমা সকল পাপ।
বয়ঃবৃদ্ধ মানুষের তাপাদাহে নাভিশ্বাস;
হিটস্ট্রোক আক্রান্ত হলে বন্ধ নিঃশ্বাস।
  
এভাবে যদি চলতে থাকে কিছু কাল;
জনজীবন হয়ে যাবে একেবারে বেহাল।
বৃষ্টি চাই, বাতাস চাই, স্বস্তিতে শ্বাস চাই;
স্রষ্টার কাছে করজোড়ে মিনতি জানাই।
       তারিখ ১৯-০৪-২০২৩ ইং;