.                  আজি এ বসন্তের শুভক্ষণে;
         বৃক্ষ শাখে বসে গাইছিল এক পাখি এক মনে।
                     তার কন্ঠের সুমধুর সুর;
                    মুখরিত করে বিষন্ন দুপুর।
              মুগ্ধ চিত্তে শুনছিলাম তার সুমধুর গান;
                 হঠাৎ গুলির শব্দে ভেঙ্গে গেল তান।
              আনমনে গিয়ে দাঁড়ালাম জানালা ধরে;
            পাখিটির রক্তাক্ত নিথর দেহটি আছে পরে।
                  শোকে মুহ্যমান তামাম দুনিয়া;
                 অন্যান্য পাখিদের চিৎকার শুনিয়া।
                        ব্যথায় ভারাক্রান্ত মন;
         বন্দুক ধারীর শাস্তি দিতে ইচ্ছে করছে ভীষণ।


               বেদের মনে নেই এতটুকু আফসোস;
             গোঁফে তা দিয়ে দেখাচ্ছে বীরত্বের পোঁচ।
                   চিরতরে তার থেমে গেল গান;
              বিনা দোষে এক তস্কর কেড়ে নিল প্রাণ।
                      পাখিরা করছে চিৎকার;
               অসংখ্য কাক উড়ছে আকাশে চারিধার।
                     সবার চিৎকারে বিদ্রোহের সুর;
                 কাছে আসার সাহস নেই তাই বহুদূর।
                বন্দুকের গুলিতে দু/এক জন মারা যায়;
                      সবাইকে মারবে কেমনে হায়।
                      স্তব্ধ কি করা যায় সবার কন্ঠ;
               চেষ্টা করলে করতে পারবে দু-চার দণ্ড।
                      তারিখ: ০৯-০৭-২০২৩ ইং;


নয় থেকে তের পাঁচ দিনের বাধ্যতামূলক ছুটি;
এক বেলা ভাত দুই বেলা বউয়ের হাতের রুটি।
মূল এডমিন আশফাক পল্লব ভাইয়ের ব্যস্ততা;
দিবারাত্রির সীমাহীন চেষ্টা তবু রেখেছেন কথা।
আশফাক ভাইকে জানাই প্রাণঢালা ধন্যবাদ;
আশা করি কোন একদিন দেখা হবে একসাথ।
দাওয়াত রইল বাংলাদেশে মেনু শুটকি ভর্তা;
রাধবেন গিন্নি খুশি মনে পরিবেশন করবে কর্তা।