জনতার মার দেশের বাড়;
পড়লে ধরা পাবেনা পার।
সাবধান তুমি পকেটমার;
বন্ধ কর বাড়াবাড়ি এবার।


৬৯-এ জেগেছিল জনতা;
আইয়ুব শাহী হল বেপাত্তা।
জনতার এহেন জাগরণ;
বিজয় সত্তরের নির্বাচন।


গর্জে উঠেছিল একাত্তরে;
দূর্গ গড়েছিল প্রতিটা ঘরে।
বেজে উঠেছিল রন তূর্য;
উদিত হলো সোনালী সূর্য;


বাঙালি ছিনিয়ে নেয় জয়;
পাকিস্তানের হল পরাজয়।
বাঙালির স্থান বিশ্ব সভায়;
পাকিস্তান করে হায় হায়।


নব্বই-এ হল গণজাগরণ
এবার স্বৈরাচারের পতন।
গণতন্ত্র পেল মুক্তির সুবাস;
সবাই বলে বাঙালি সাবাস।


পকেটমার এবার সাবধান;
পড়লে ধরা থাকবে না জান।
যদি বাংলাদেশে বাঁচতে চাও;
তাড়াতাড়ি ভালো হয়ে যাও।
তারিখ: ২৬-০৬-২০২৩ ইং;