.   টুনটুনি সিংহের মাথায় করেছে মলত্যাগ;
      এ নিয়ে সিংহ মশায়ের ভীষণ রাগ।
            মিটিং ডাকে বনের রাজা;
           টুনটুনিকে দিতে হবে সাজা।
         রাজার হুকুম শুনে বটবৃক্ষ তলে;
           আসলো সবাই দলে দলে।
       পশুরা রাজার সামনে গাছের তলায়;
     পাখিরা সব গাছের ডালে পাতার ছায়ায়।


        সিংহ মশাই হুংকার দিয়ে গর্জে ওঠে;
       রাজার মাথায় মলত্যাগ মানব না মোটে।
                     বল হে টুনটুনি,
           বল এবার তোমার বক্তব্য শুনি।
          আমার ছানা খেয়েছে বন বিড়াল;
      বিচার চেয়েছি রাজা করেনি বিচার কাল।
        তাই করেছি রাজার মাথায় মলত্যাগ;
      নিজের বিচার নিজে করেছি মিঠাইছি রাগ।


       রাজা হুংকার ছেড়ে ঈগলকে হুকুম করে;
          টুনটুনির মাথা ভাঙ্গ তিন ঠোকরে।
         ঈগল বলে বন বিড়ালের বিচার চাই;
           নইলে রাজার হুকুম তামিল নাই।
         রাজা ভাবে বনবিড়ালের বিচার হলে;
           না খেয়ে তার জীবন যাবে চলে।
         অন্যদিন হবে বনবিড়ালের বিচার;
        টুনটুনির সাজা তামিল করো এবার।


         ঈগল বলে, মানি না অন্যায় বিচার;
               পাখিরা স্বাধীন এবার।
        সে থেকেই চলছে পশু পাখির সংঘাত;
       চলছে যুদ্ধ অবিরাম কথায় কথায় রক্তপাত।
              তারিখ: ২৭-০৬-২০২৩ ইং