বহু স্মৃতি নিয়ে জেগে আছ রেলস্টেশন;
দেখেছ বহু মধুর প্রেমের মিলন।
দেখেছো কত সুখ-স্বপ্নের  ভাঙ্গন;
  দেখেছো মেয়ে বিদায়ে মায়ের ক্রন্দন।
দেখেছো বহু আবেগঘন মিলন।
দেখেছো যুবতী নারীর বুকে রক্তক্ষরণ।
দেখেছ পাপিষ্ঠদের নারী ধর্ষণ;
বহু স্মৃতি নিয়ে জেগে আছ রেলস্টেশন।


দিন রাত মুখর ফেরিওয়ালার চিৎকার;
শুনেছ স্বপ্নহারা বুকের হাহাকার।
খদ্দের সংগ্রহ দেখেছ ভাসমান বেশ্যার;
শুনেছ কুলিদের হাকডাক চিৎকার।
আশ্রয়হীনের থাকার জায়গা দিয়েছ বুকে;
হয়তো থাকেনি তারা নিবিড় সুখে।
মানবতার পরাজয়ে কেঁদেছে মন।
বহু স্মৃতি নিয়ে জেগে আছ রেলস্টেশন।


দেখেছ অতিত বর্তমান দেখবে সুদূর ভবিষ্যৎ;
কালের সাক্ষী হয়ে পাড়ি দিয়েছ বহু পথ।
কত এলো কত গেল হিসাব নাহি তার;
শুধু তুমি রয়ে গেলে নির্বিকার।
নিশ্চুপ নিশ্চল জেগে থাকো সারা রাত্রি;
সাথে জেগে থাকে ট্রেন ফেল করা যাত্রী।
হাসি কান্না নিয়ে আসে কতজন;  
বহু স্মৃতি নিয়ে জেগে আছ রেলস্টেশন।
তারিখ: ১৮-১১-২০২৩ ইং;