গ্রীষ্মের তীব্র তাপদাহে শরীর যখন ওষ্ঠাগত;
তোমাকে ডেকে ডেকে আহ্বান জানাই শত।
শ্রাবণে শুনি তোমার সংগীতের সুমধুর সাধনা;
পৌষের শীতে তুমি নিয়ে এসো গভীর বেদনা।


চৈত্রের কাঠ ফাঁটা দুপুরে যেন ষোড়শির হাসি;
শীতল করে দেহ মন গভীর ভাবে ভালোবাসি।
টিনের চালে বাজিয়ে চলো গভীর সুর ও ছন্দ;
তোমাকে জড়িয়ে দেহে কী অনাবিল আনন্দ।


তোমার আগমনে বৃক্ষরাজি ফিরে পায় প্রাণ;
ফুল ফল লতা পল্লবে গায় তব আগমনী গান।
তব কন্ঠের রাগ রাগিনীর ধ্বনি আহা কী মিষ্টি;
বিধাতার অপরূপ সৃষ্টি তুমি ওগো প্রাণের বৃষ্টি।  
তারিখ: ২৮-১০-২০২৩ ইং;