.
        বিনিদ্র বিছানায় একা শুয়ে শুয়ে ভাবছি নিরবধি;
               শৈশব থেকে স্মৃতি ঘেরা, অদ্যাবধি।
             দেখি ভুলের সাগরে নিমজ্জিত এ জীবন;
        শৈশবে ফিরে যেতে তাই, বারবার চাচ্ছে এ মন।
       আবার যদি শুরু করা যেত শৈশব থেকে এক মনে;
           সব ভুল ফুল হয়ে উঠত ফুটে, এ জীবনে।
             পড়ালেখায় হতাম গভীর মনোযোগী;
        নিজেকে তৈরি করে নিতাম, করে যুগোপযোগী।


          কখনোই কোন কাজে দিতাম না আর ফাঁকি;
              কাল করবো বলে রাখতাম না বাকি।
              শরীর গঠনে হতাম অনেক নিষ্ঠাবান;
      জীবনটা ভরিয়ে দিতাম, খেলাধুলা আর হাসি গান।
              কর্মজীবনে দিতাম সর্বোচ্চ মনোযোগ;
                  পরিশ্রমকে করতাম উপভোগ।
             সবার সাথে সব সময়ে রাখতাম সদ্ভাব;
        ছোটখাটো অপরাধে সবাইকে করে দিতাম মাফ।


          সন্তানদের প্রতি করতাম গভীর  মননিবেস;
            দারা পরিবার নিয়ে সুখে কাটাতাম বেশ।
                অধিক মনোযোগ দিতাম সঞ্চয়ে;
        কাটাতাম এ জীবনখানা নিরুত্তাপ আর নির্ভয়ে।
         সংযমে ও সদাচারে ভরিয়ে দিতাম এ জীবন;
             মানুষের হৃদয়ে গড়তাম স্থায়ী আসন।
              যুগ সেরা মানুষ হতাম জ্ঞানে ও গুনে;
        ভালোবেসে সবার মন ভরিয়ে দিতাম এ ভুবনে।
                   তারিখ: ০৬-০২-২০২৩ ইং;