রাত ক্রমে হচ্ছে গভীর, নিদ্রাদেবীর নেই দেখা;
           বিছানায় শুয়ে ভাবছি একা।
  যদি হতাম পৃথিবীর মাঝে শক্তির আঁধার;
পারমাণবিক অস্ত্র ভান্ডার করে দিতাম ছারখার।
      নিমিষেই করে দিতাম সব অস্ত্র ধ্বংস;
    পৃথিবী হত অস্ত্র মুক্ত, বিশ্বব্রহ্মাণ্ডের অংশ।
    বিদায় নিত দুনিয়া থেকে মারণাস্ত্রের ঝুঁকি;
সংঘাত নয়, পৃথিবীটা হয়ে উঠতো অনেক সুখী।


পৃথিবীর অনেক দেশ, জনসংখ্যার চাপে চ্যাপ্টা;
    কারো মানুষের অভাবে হচ্ছে না কাজটা।
       জনসংখ্যার সমতার বড়ই দরকার;
          তাই থাকবে না ভিসা আর।
       যার যেখানে খুশি যেতে পারবে;
পাখির মতো স্বাধীনভাবে নিজের বাসা গড়বে।
              যেমন ছিল মধ্যযুগে।
জটিলতা ছাড়া মানুষ কাটাবে জীবন, মহাসুখে।


যুদ্ধাস্ত্রের উৎপাদন বন্ধ করে দিতাম, চিরতরে;
       এ অর্থে মানব কল্যাণ হত অকাতরে।
      বিনামূল্যে দিতাম চিকিৎসা আর শিক্ষা;
অন্ন, বস্ত্র, বাসস্থান হত সবার, চিরতরে বন্ধ ভিক্ষা।
         জলবায়ু রক্ষা ও দুর্যোগ প্রতিরোধ;
      থাকবে সর্বোচ্চ চেষ্টা, দূর করব আপদ।
      অন্যায়, অসুন্দর, অকল্যাণ যাবে উড়ে;
মাটির এ সুন্দর পৃথিবী, আনন্দ গানে উঠবে ভরে।
                 তারিখ: ৩১-১-২০২৩ ইং;