.       পেটের ক্ষুধায় ছোট্ট শিশুরা করে শুধু কান্না;
        ক্ষুধা মেটাতে মানুষ করে নানা পদ রান্না।
      ক্ষুধার জ্বালায় পথশিশু খায় ডাস্টবিনের খানা;
    বাঘ সিংহের ক্ষুধার বলি বনের পশু সবার জানা।
         ঘুষখোর খায় ঘুষ মেটেনা টাকার ক্ষুধা;
     তার কাছে টাকাই সব টাকাই তার অমৃত সুধা।
               যৌন ক্ষুধায় উন্মত্ত ধর্ষক মন;
      তার কারণে না ফুটিতে ঝরে যায় কত জীবন।


        সর্বগ্রাসী ক্ষুধা মানুষকে করে তোলে উন্মত্ত;
                 তখন মানুষ হয়ে ওঠে দুর্বৃত্ত।      
               লোভের সীমানা করে অতিক্রান্ত;
             পাবার নেশায় অস্থির মন হয় অশান্ত।
           সর্বগ্রাসী ক্ষুধায় যখন রাজনীতিবিদ জ্বলে;
              ক্ষমতায় যেতে চায় যে কোনো ছলে।
                ন্যায় অন্যায় হয়ে যায় একাকার;
        তার ক্ষুধার আগুনে সবকিছু পুড়ে হয় ছারখার।


        বৃহৎ শক্তির ক্ষুধার আগুনে পুড়ছে সারা বিশ্ব;
             আমেরিকা চায় সে হবে সবার শীর্ষ।
              সারা দুনিয়া করবে তাদের স্যালুট;
       যদিও কৌশলে সবার সর্বস্ব করে তারা লুট।
      রাশিয়া নিজ এলাকায় চায় একছত্র আধিপত্য;
           ব্যত্যয় ঘটলেই সে হয়ে উঠে উন্মত্ত।
             দখল করে রাজ্যপট চায় বিজয়;
      বোম মেরে উড়িয়ে দেয় শহর বন্দর লোকালয়।


চীনের ক্ষুধার লক্ষ্য এক নম্বর অর্থনৈতিক শক্তি;              
             সারা দুনিয়া করবে তাদের ভক্তি।
        একের পর এক নিচ্ছে তারা বাজার দখল;
    সবার চাহিদা মেটানোর আছে তাদের আজব কল।
          শক্তিতেও হতে চায় তারা সবার উপর;
       দখলে নিবে তিব্বত তাইওয়ান জাপান সাগর।
          সর্বগ্রাসী ক্ষুধার আগুনে পুড়ছে দুনিয়া।
     ক্ষুধা কবে মিটবে আদৌ কি মিটবে জানে না হিয়া।
                তারিখ: ২৪-০৮-২০২৩ ইং;