সেদিন ছিল ভালোবাসার দিন;
বেজে উঠল ভালোবাসার বীণ।
একটি গোলাপ টকটকে লাল;
প্রেমিকের মন বড়ই উত্তাল।


ধরলো গোলাপ মেয়েটির দিকে,
ছিড়বে নিশ্চয় প্রেমের ছিঁকে।
মেয়েটা চঞ্চল বড়ই বেতাল;
ছেলেটারে করলো নাজাহাল।


গোলাপ নিয়ে মাটিতে ছোড়ে;
হাই হিলে মাড়িয়ে দিল জোরে।
তারপর কষে মারল এক চড়;
চর খেয়ে ছেলের ছাড়লো জ্বর।  


মেয়েটি দাঁড়িয়ে একটু দূরে।
শুধাইল ছেলে সকরুণ সুরে।
এত কঠিন কেন তোমার হিয়া;
বড় নিষ্ঠুর তোমার প্রতিক্রিয়া।


প্রত্যেক ক্রিয়ারই সম পরিমাণ
বিপরীত প্রতিক্রিয়া বিদ্যমান।
নিউটন শিখিয়ে গেছেন এ তত্ত্ব;
এটাই তো নিউটন বিশেষত্ব।
তারিখ: ২৮-০২-২০২৪ ইং;