শিক্ষা কী কয়েকটা সার্টিফিকেট;
নাকি গোল্ডেন এ প্লাস?
বিশ্ববিদ্যালয়ের উচ্চ ডিগ্রি;
অথবা বুক সেলফে জমানো মোটা মোটা বই?
মানুষ ছাড়া সব প্রাণীকুলের শিক্ষা;
প্রকৃতি দিয়ে থাকে তাদের দীক্ষা।  
মানুষই একমাত্র প্রাণী পৃথিবী পর;
শিক্ষা নিয়ে প্রাণী থেকে মানুষে হয় রূপান্তর।  


শিক্ষা মানবিকতা জাগাতে হয় যদি ব্যর্থ;
সেই শিক্ষার আছে কি কোন অর্থ?
পিতা-মাতা পরিবার যাদের কাছে অপাংক্তেয়;
তাদের কী শিক্ষিত ভাবা যায়?
যে শিক্ষা সমাজের আসেনা কোন উপকারে,
সে শিক্ষা কিসের তরে?
যাদের শিক্ষা অন্যায় করেনা প্রতিরোধ;
তারা মূর্খ আর নির্বোধ।
শিক্ষার লক্ষ্য যদি শুধু নিজ স্বার্থ আর অর্থ;
সেই শিক্ষিত মানুষ নয় কি অপদার্থ?


হযরত মুহাম্মদ সহ পৃথিবীর বহু পন্ডিত;  
ছিলেন একাডেমিক শিক্ষা বিহীন।
তাদের শিক্ষায় সমৃদ্ধ পৃথিবীর জ্ঞান ভান্ডার।
স্কুল পালানো টমাস আলভা এডিসন;
গ্রামোফোন সহ কত যন্ত্র করলেন আবিষ্কার।
ডিগ্রী বিহীন বিল গেটস সবার চেনা।
পৃথিবীতে আছে যত জ্ঞানী গুণী মহাজন;
আপনার গুনে যারা মহিয়ান,
সবাই নিয়েছেন শিক্ষা বিবেকের পাঠশালায়;
নশ্বর দেহের অবসান তাদের চলে জয়গান।


দিকে দিকে জ্বালাও সেই শিক্ষার আলো;
যেথায় মানবতার বাণী করবে ঝলমল।
সমাজকে করবে সমৃদ্ধ,
অন্যায়ের পথ চিরতরে করবে রুদ্ধ।  
মানবতার কল্যাণে সদা কাঁদবে প্রাণ;
মানবতার বাস্তবায়নে করবে জীবন দান।
তারিখ: ৩১-০৭-২০২৩ ইং;