বিশ্বব্রহ্মাণ্ড পুরোটাই এক প্রেম কানন;
থোকা থোকা নানা রঙে ভরা এ ফুলবন।
সর্বশ্রেষ্ঠ প্রেমিকই এ কাননের নির্মাতা;
সৃষ্টির প্রেমে মজিয়াই করেছেন বিধাতা।
বিন্দু থেকে করলেন সৃষ্টি এ  বিশ্বব্রহ্মাণ্ড;
সীমাহীন এ বিশ্বজগত্‍ তাঁর সুনিপুণ কান্ড।
নেই সূতা তবুও অনাদি কাল থেকে বাঁধা;
এক সুনির্দিষ্ট নিয়মে ঘুরছে সত্যিই ধাঁধা।


উপগ্রহগুলো নিজ নিজ গ্রহের চারিধারে;  
আপন কক্ষপথে ঘুরে চলছে বারেবারে।
গ্রহরাও চলছে ঘুরে উপগ্রহ নিয়ে সাথে;
নক্ষত্রের চারিদিকে অবিরত দিবারাতে।
এভাবেই নক্ষত্র গ্রহ ও উপগ্রহ নিয়ে সনে;
ছায়াপথকে কেন্দ্র করে ঘুরছে নিজ মনে।
ছায়াপথ ঘুরার তত্ত্ব এখনও অজানা সবার;
মনে হয় সেগুলো ঘুরছে বিধাতার চারধার।


কোটি কোটি ছায়াপথ করে চলছে ভ্রমণ;
কোটি আলোকবর্ষ দুরে তবু কত আপন।
মহাশূন্যে আছে পিলার বিহীন তার ছাড়া;
কিসের আকর্ষণে ঘুরছে অবিরত তারা?
প্রেমিক সদা ঘুরে প্রেমিকাকে কেন্দ্রকরে;
তারাও ঘুরছে মহাজাগতিক প্রেমে পরে।
পরস্পরের প্রতি আকর্ষণ প্রেম তার নাম;
এ থেকে বড় প্রেম পাবেনা খুঁজলে ধরাধাম।


মহাজাগতিক প্রেমের অপরূপ নিদর্শন;
মত্ত সূর্য জ্বলে করে তাপ আলো বিতরণ।
চাঁদের প্রেমে পাগল পৃথিবী ডাকে তারে,
দিনে দু'বার ফুঁসে উঠে চাঁদেরে ধরিবারে।
সৃষ্টির প্রেমে খোদা দিল খাদ্য বায়ু পানি;
সঙ্গী সাথী আরও কতকি সবইতো জানি।
খোদার প্রেমে সাধক পাগল প্রায় ঘোরে;
এর নাম না যদি প্রেম প্রেম বল কারে?


প্রেম বিনা জীবনের অর্থ কিবা আছে?
প্রেমের টানে এক ছোটে অন্যের কাছে।
প্রেম আছে মনে জন্ম নেয়  নব আশা;
প্রেমের টানে দু'য়ে মিলে বাঁধে সুখ বাসা।
প্রেমের কারণে প্রাণীকুল পায় নতুন মুখ;
নিজ অস্তিত্ব রক্ষা পায় দোলা দেয় সুখ।
প্রেমহীন ভালবাসা ভাঙ্গে ঘর ভাঙ্গে মন;
কাল মেঘে ঢেকে যায় সোনালী স্বপন।


ক্ষুদিরাম সূর্যসেন বিলালেন নিজ প্রাণ;
ফিরিয়া আনতে নিজ মাতৃভূমির মান।
সেনারা শত্রু বুলেটের সাম্নে পেতে বুক;  
হাসি মুখে হয়েছেন শহীদ পায়নি দুখ।
বুকে বেঁধে বোমা জীবন করছে বিসর্জন;
এটাই দেশ প্রেমের সবচেয়ে বড় অর্জন।
বদরে হাজার সেনারে রুখেছে ১১৩ জন;
দেশপ্রেম আর খোদা প্রেমের খাঁটি নিদর্শন;


ধরণীরে বাস ভাল প্রেম পুজা কর মনে;
নিজেরে ভালবাস ভালবাস প্রিয়জনে।
জীবে কর প্রেম রাখ প্রকৃতির ভারসাম্য;
সকল প্রেমিকের কাছে আজিকা কাম্য।
খোদারে চাও পেতে করোনা কোন ভুল;
হিংসা ভুলে খোদার প্রেমে হও মসগুল।
ঘরে-বাইরে বিলাও প্রেম জীবের প্রতি;
তবে পাবে শান্তি পৃথিবী হবে অমরাবতী।
                ১৪-০৮-২০২২ ইং