যেখানে দেখবে অন্যায় অবিচার;
ফুটে উঠুক দ্রোহ বারবার।
ভেঙ্গে ফেলো অন্যায়ের কালো হাত;
অন্যায়ের হয়ে যাক নিপাত।


দুর্বলের উপর সবলের অত্যাচার;
হতে হবে  সুষ্ঠু বিচার।
মুছে দাও দুর্বলের চোখের পানি;
নিভৃতে কাঁদবে না বিচারের বাণী।


পাপের প্রাসাদ গুড়িয়ে দাও;
সাম্যের গান গাও।
নিশ্চিত করো অন্যায়ের সাজা;
যতই বড় হোক রাজা মহারাজা।


বেজে উঠুক ইসরাফিলের শিঙ্গা;
জেগে উঠুক কবরের বাসিন্দা।
কন্ঠে তোল মানবতার জয়গান;
দিকে দিকে উদিত হোক বিজয় নিশান।


উঁচু নিচু সব ভেদাভেদ মুছে দাও
বিশ্ব ভ্রাতৃত্বের গান গাও।
খুলে ফেলো সকল কাঁটা;
বাসযোগ্য করে তোলো দুনিয়াটা।
তারিখ: ১৭-০৮-২০২৩ ইং;