ওগো লাল শাড়ী ললনা-কেন কর ছলনা;
মিষ্টি হেসে একটু কথা বলনা।
ওগো লাল শাড়ী ললনা-কেন কর ছলনা;
মিষ্টি হেসে একটু কথা বলনা।


দুষ্ট দুষ্ট দুটি আঁখি-দিয়ে যাও ফাঁকি;
কাছে এস দিবসের নেই আর বাকি।
এখনি নামিবে আঁধার সে কথা ভুলনা।  
ওগো লাল শাড়ী ললনা-কেন কর ছলনা;
মিষ্টি হেসে একটু কথা বলনা।


কিনে দিব হিরের গয়না-দূরে সরে যেওনা;
হয়ে যাও আমার আপনা।
হাত দুটি ধরে পাশে পাশে চলনা।
ওগো লাল শাড়ী ললনা-কেন কর ছলনা;
মিষ্টি হেসে একটু কথা বলনা।


সূর্য্যের লাল রঙে রাঙ্গাবো তব মন;
হয়ে যাও তুমি মোর আপন।
এস সখী কিনে দিব স্বর্ণের ঝুলনা;
ওগো লাল শাড়ী ললনা-কেন কর ছলনা;
মিষ্টি হেসে একটু কথা বলনা।


হীরক শোভিত পালঙ্কে সাজাবো বাসর;
মম হৃদয়ে দেবো গড়ে তব সুখের আসর।
ওগো চঞ্চলা এস কাছে মোরে ভুলনা;
ওগো লাল শাড়ী ললনা-কেন কর ছলনা;
মিষ্টি হেসে একটু কথা বলনা।


ওগো লাল শাড়ী ললনা-কেন কর ছলনা;
মিষ্টি হেসে একটু কথা বলনা।
তারিখ: ০২-১১-২০২৩ ইং;