মনুষ্য হৃদয় মাঝে আজ সর্বগ্রাসী ক্ষুধা;
হলাহল করছে পান ভেবে অমৃত সুধা।
স্বার্থের যাঁতাকলে পৃষ্ঠ মানুষ;
অন্যের দিকে তাকাবে নেই সে হুশ।
দুনিয়াটা ভরে গেছে স্বার্থপরতায়;
ভাবেনা কোনটা ন্যায় কোনটা অন্যায়।
দিবানিশী মন মাঝে চিন্তা একটাই ;
ন্যায় অন্যায় বুঝি না আরো চাই আরো চাই।


ঘুষ দুর্নীতি চুরি যে পথেই আসুক না অর্থ;
সব ন্যায্য ভুলে গেছে নৈতিকতার শর্ত।
মানুষকে কষ্ট দিয়ে করে উপার্জন;
মানুষের দুর্ভোগে কাঁদে না তাদের মন।
মাটির সাথে যাবে মিশে মাটির এ দেহ;
একথা স্মরণে রাখেনা কেহ।
ভোগ বিলাসে কাটায় জীবনখানা
সৃষ্টির সেরা জীব না বন্যপশু সেটা  অজানা।
তারিখ: ২২-১১-২০২৩ ইং;