শোনো হে মানুষ শোনো ধর্মের হাতছানি
মানব কল্যাণেই ধর্ম বিলায় বাণী।
মানুষ ধর্মের জন্য নয় ধর্ম মানুষ তরে;
ধর্মের অনুশাসন হৃদয়ে মানবতা গড়ে।
এটাই সকল ধর্মের সার কথা;
ঝগড়া বাধিয়ে শান্তির করো না অন্যথা।
শোনোনি কোরআনের স্পষ্ট আহ্বান;
যার যার ধর্ম তারা করবে পালন।
তাই বন্ধ হওয়া দরকার ধর্মে ধর্মে দ্বন্দ্ব;
আসবে ফিরে সমাজ জীবনে ছন্দ।
মানুষের মানবিক মূল্যবোধ দরকার;
সব ধর্মই মূল্যবোধ গড়বার হাতিয়ার।
মানুষকে সেবা দান সহিষ্ণুতা মহত্ব সততা;
ভ্রাতৃত্ব অন্যায়ে খড়্গহস্ত এসবই মানবতা।
নিশ্চয় ঠুনকো নয় ধর্মের বিধান;
স্বর্গলাভ হয় তৃষ্ণার্ত কুকুরে পানি দান।
মানবতার চেয়ে বড় হতে পারে না ধর্ম;
ধর্ম সেবকদের মেনে নিতে হবে এর মর্ম।
দ্বিতীয় অংশ (যারা গাও গতকাল আগ পর্যন্ত)
নতুন মডেলের আগমনে পুরাতন বিলুপ্তি;
এ কথার হয়তো আছে কিছুটা যুক্তি;
কেউ যদি পুরাতন সযত্নে করে সংরক্ষণ;
বল তাতে ক্ষতির আছে কি কোন কারণ?
করেছে জাগ্রত মানবিক মূল্যবোধ;
যাই হোক না নাম সেটাই প্রকৃত ধর্মবোধ।
ধর্ম যদি না করে মানবতার বিরুদ্ধাচারণ;
তবে কেন করবে তাদের তুমি বারণ;
তুমি করতে থাকো তোমার ধর্মের প্রচার;
আসবে দলে দলে পছন্দ হলে আচার।
ধর্ম নিয়ে জবরদস্তি গ্রহণযোগ্য নয়;
ধর্মীয় আচরণ নেতার চরিত্রই ধর্মের জয়।
তোমরা কি ভুলে গেছো নবীজির মতামত;
শান্তির স্বার্থে ইহুদি সাথে মদিনার সনদ।
হুদাইবিয়ার সন্ধি আছে নিশ্চয়ই স্মরণ;
শান্তির স্বার্থে লজ্জার সন্ধি করলো বরণ।
তাই বলি ধর্ম শান্তির জন্য;
ধর্মীয় আচরণ গ্রহণযোগ্য নয় শান্তি ভিন্ন।
যে সন্তান জন্ম নিল আজ মুসলিম ঘরে;
তার মস্তিষ্ক কি কোন ধর্ম ধরে?
ধর্ম নয় সে চায় মাতৃদুগ্ধ বুক ভরা আদর;
এটুকু পেলেই সে হয় বিভোর।
দিনে দিনে ধর্ম ঢুকতে থাকে তার মননে;
প্রমাণিত, ধর্ম এলো পরে মানুষের সুশাসনে।
অসমাপ্ত চলবে-----