হায় ঈশ্বর!
বাঙালিকে দাওনি কেন বিবেক?
দিয়েছে শুধু লোভ লালসা হিংসা বিদ্বেষ।
একটু বিবেক দিলে কি ক্ষতি হতো?
তোমার কি বিবেকের ঘাটতি পড়তো?
বিবেক থাকলে কি
তারা দুর্নীতিতে গা ভাসাতে পারতো?
বিবেক থাকলে কি
এমনি চাটুকারিতা করতে পারতো?
বিবেক থাকলে কি  
বিচারের নিরপেক্ষতা হারাতো?

এই জাতিটাকে
একটু লজ্জা দিলে কি এমন ক্ষতি হতো?
তোমার কি লজ্জার ঘাটতি পড়তো তাতে?
একটু লজ্জা থাকলে  
হয়তো প্রকাশ্যে ঘুষ খেতে দ্বিধা করত।
একটু লজ্জা থাকলে
হয়তো রাষ্ট্রীয় কোষাগার লুন্ঠন হতো না।
একটু লজ্জা থাকলে
হয়তো বিচারের নামে অবিচার বন্ধ হতো।

হিংসা বিদ্বেষ আর লোভ লালসা
একটু কম দিলে কি এমন ক্ষতি হতো?
হয়তো তাতে দেশের স্বার্থ কিছুটা পূরণ হতো।
হয়তো তাতে দলীয় স্বার্থে হানাহানি কম হতো।

হে ঈশ্বর!
বাঙালি মনের দৈন্যতা দূর করে সুমতি দাও।    
যেন তারা ঝগড়াঝাঁটি বন্ধ করে।
সবাই মিলে কাজ করে দেশের উন্নতি তরে।
তারিখ: ১২-০৫-২০২৫ ইং;