অনেক কেঁদেছো নারী;
            মুছে ফেলো আঁখি জল;
ভবিষ্যৎ ডাকছে তোমায়,
              প্রজ্জ্বলিত কর অনল।


পুড়ে হোক সব ছারখার,
           বৈষম্যের হোক অবসান;
যত পাপ যত অনাচার,
           ধ্বংস হোক সব ভগবান।


বন্দীত্বের লৌহ কপাট,
                 ভেঙ্গে কর উৎপাটন;
উড়াবে বিজয় পতাকা,
          এই হোক আজকের পণ।


বজ্র কঠিন শপথ নাও,
                    সাম্যের গান গাও;
অত্যাচারী নিপাত যাক,
                   রন ভেরি বাজাও।


দেশে যত আছে ধর্ষক,
         গুড়িয়ে দাও তাদের হাত;
নিষ্কলুষ করো এ সমাজ,
      চিরতরে বন্ধ হোক উৎপাত।


স্মরণে রাখিও হে নারী,
        আপসে দেয় না অধিকার;
আদায় করে নিতে হয়,
   অন্যায় বন্ধের দায়িত্ব তোমার।
      তারিখ: ১৬-০৫-২০২৩ ইং;