আমার আমার করো না বন্ধু;
দুনিয়াতে আমার বলে কিছু নেই।
সাধের এ দুনিয়াটা পান্থশালা;
আশ্রয় পাবে এখানে দু'দণ্ড তরে।
সময় ফুরলে হায় চলে যেতে হবে;
যা কিছু আমার বলো যেতে হবে ফেলে।
টাকাকড়ি সুন্দর ঘরবাড়ি স্ত্রী পুত্র-কন্যা পরিবার;
কিছুই পারবে না নিতে একাই যেতে হবে পরপার।


এসেছিলে ভবে শূন্য হাতে;
শূন্য হাতে বিদায় নিতে হবে।
তবে কিসের লাগিয়া কর এত অহংকার;
কে বইবে তোমার ক্ষণিকের অহংকারের ভার।
দুনিয়ায় যা কিছু করেছো সঞ্চয়;
সবকিছুই নিতে প্রস্তুত তোমার পরিবার।
নিতে নাহি চায় তোমার নশ্বর দেহের ভার।
সাথে শুধু যাবে ঈমান আমল আখলাক।
কেহ চাইলেও নিতে পারবেনা এটার ভাগ।  
তারিখ: ০৫-০৯-২০২৩ ইং;