.          ক্রিয়ার  বিপরীত প্রতিক্রিয়া বিদ্যমান;
             কথাটা আমার নয়, বলেছে বিজ্ঞান।
               যদিও এটা আছে সবার জানা;
            কার্যক্ষেত্রে তার, কতটুকু হয় মানা?
          প্রকৃতি চলে প্রকৃতির নিজস্ব আইন দ্বারা;
            ব্যত্যয় ঘটলে প্রকৃতি দেয় না সাড়া।
          বিক্ষুব্ধ প্রকৃতির কাছে নেই কোন ছাড়;
        প্রতিশোধ নিতে প্রকৃতি গর্জে ওঠে বারবার।


        অতিরিক্ত কার্বন নিঃসরণে বিষাক্ত বাতাস;
             কষ্ট হচ্ছে মানুষের নিতে নিঃশ্বাস।
           ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে পৃথিবীর উষ্ণতা;
           প্রকৃতি মহা বিরক্ত, দেখে এই  বৈরিতা।
               ওজোন স্তরে সৃষ্টি হচ্ছে ফাটল;
          অতি বেগুনি রশ্মি সৃষ্টি করছে গন্ডগোল।
            জলবায়ুর উপর পড়ছে বিরূপ প্রভাব;
            বদলে গেছে প্রকৃতির চিরচরিত স্বভাব।


            পৃথিবীর আবহাওয়া পাল্টে যাচ্ছে ক্রমে;
                বর্ষায় হয় না বৃষ্টি, প্রকৃতির ভ্রমে।
                গরমের দিনে শীত, শীতে গরম;
                আবহাওয়ার গন্ডগোল এখন চরম।
                 এন্টার্কটিকার বরফ যাচ্ছে গলে;
                  মহাসাগরের জল উঠছে ফুলে।
            বাংলাদেশের নিম্নাঞ্চল যাবে সাগর তলে;
             পৃথিবীর মানচিত্র যাবে পুরোটাই বদলে।


               অপরিণামদর্শী কর্মের ফল ভয়ংকর;
              আগামী প্রজন্মের জন্য হবে ক্ষতিকর।
                   ভালো যদি বাস নিজ সন্তান;
            তাদের তরে সুস্থ পৃথিবী করে যাও দান।
               প্রকৃতির সাথে বৈরিতা করো বন্ধ।
            তবেই ফিরবে পৃথিবীতে পূর্বেকার ছন্দ।
           সাধু সাবধান, প্রকৃতির সাথে নহে বিরোধ;
               নইলে প্রকৃতি নেবে চরম প্রতিশোধ।
                   তারিখ: ১০-০৫-২০২৩ ইং;