ঈদের বাজার কোটি পণ্যের সমাহার;
বড়লোকের কেনাকাটায় চলে বাহার।
কেউ কেনে পাঁচটা, কেউ কেনে দশটা;
তবু মেটে না কারো কেনাকাটার তেষ্টা।


কিনে শাড়ি, থ্রি পিস, জুতা স্যান্ডেল;
রং ঢং মিলাইয়ে প্রতিটার বান্ডেল।
আরো আছে অর্নামেন্ট হীরা জহরত;
কিনতে গিয়ে বরের সাথে হয় দ্বিমত।


আরো আছে নানা ব্রান্ডের কসমেটিক্স;
সুগন্ধি, পাউডার-ক্রিম আছে তা' ফিক্স।
বিউটি পার্লারে করতে হয় চুলের বাহার;
আরো দরকার ঈদে নতুন ব্রান্ডের কার।


ছোটদের বায়না, কখনোই শেষ হয়না;
কেনাকাটায় কখনো নেই তাদের মানা।
তাদের চাই নানা রঙের কার্টুনের ড্রেস;
যত কেনে তারা, কেনা হয় না কভু শেষ।


ছেলেদেরও কম না, চাই স্যুট কোট টাই;
জিন্স, গ্যাবাডিন, টি-শার্ট কয়েকটা পাই।
সাথে জোড়া জোড়া জুতা স্যান্ডেল চাই।
কসমেটিক্সও চাই, পাওয়ার সীমা নাই।


দেশে কিনলে প্রেস্টিজটা হবে পাংচার;
ইউরোপ সিঙ্গাপুরে করতে হবে বাজার।
টাকা পয়সা বড় নয়, প্রেস্টিজ ভারী;
সবার সেরা, এটা যেন বোঝাতে পারি।
    তারিখ: ১৫-০৪-২০২৩ ইং;