জীবন পথ নহে সরল রেখা;
                নহে তাহা ফুলের বিছানা;
উত্থান পতন জীবনেরই অংশ,
                   এটাই চিরচারিত ঘটনা।


এখানে আছে রোগ শোক,
             আছে প্রিয় হারানোর ব্যথা।
কুসুমে আছে হেথায় কাঁটা,
                 বিঁধিলে পাবে তুমি ব্যথা।


তুমিতো খেলেছ সাপলুডু,
                    মই পেলে যাবে উপরে;
সাপের কবলে যদি পর,
           উপর থেকে নীচে যাবে পরে।


উপরে উঠতে আবার তোমায়,
                   খুঁজতে হবে একটা মই;
এটাই এ সংসারের ধর্ম,
                    সবাই মেনে নেয়, তাই ।


ঝড় ঝঞ্ঝা বিধ্বস্ত, এ সংসার,
                অমসৃণ পিচ্ছিল গিরিপথ;
আঁধারে দিতে হবে পারি,
           অসাবধান, ধ্বংস করবে রথ।


সাবধান, মনোযোগী হও,
        অধ্যবসায়, দৃঢ়চিত্তের হবে জয়;
সাহস নিয়ে এগিয়ে যাও,
               নিশ্চয়ই পাবে তুমি বিজয়।
        তারিখঃ ২৫-১১-২০২২ ইং;