ছিনতাই কারীর হাতে ছুড়ি;
নড়াচড়ায় বের করবে ভুড়ি।
এই কাজে নেই তার জুড়ি,
চুপচাপ থাকো নয় হুড়াহুড়ী।


একে একে হচ্ছে সব ছিনতাই;
টাকা মুটোফোন ঘড়ি বাদ নাই।
মোদের কৃষ্টি কালচার সভ্যতা;
ছিনতাইকারী নিয়ে গেছে সততা।


ছিনতাই হয়ে গেছে মূল্যবোধ;
রেখে গেছে তারা শুধু ক্রোধ।
ছিনিয়ে নিয়ে গেছে সৎ পথ;
দয়া করে গেছে রেখে আপদ।


কোথা পাবো প্রেম ভালোবাসা;
চারদিক সুরম্য অট্টালিকা ঠাসা।
ভাষাটার হয়ে গেছে বেহাল দশা;
ডায়াবেটিক ভাতের বদলে শসা।


পোশাকটাও হয়েছে ছিনতাই;
আব্রু রক্ষা করার উপায় নাই।
ভ্রাতৃত্ববোধের অবশিষ্ট নাই;
বাঙালিত্ব পুরোটাই ছিনতাই।
তারিখ: ২৮-১২-২০২৩ ইং;