ড্রাগ আর চোরা চালানে ভরে গেছে দেশটা;
মাফিয়ারা হয়েছে সবাই একাট্টা।
ঘুষ দিয়ে কিনছে তারা সবার মাথা;
ঘুষ পেয়ে কর্মচারী ঘুমাচ্ছে মুড়িয়ে কাঁথা।
রাজার গুপ্তচর এনেছে খবর;
এখনই না থামালে ধ্বংস হবে প্রজার ঘর।


ডেকে এনে বলল রাজা, ওহে সেনাপতি;
তোমার কী মতিগতি বন্ধ করো এ দুর্গতি।
তথাস্ত, চারিদিকে সৈন্য পাঠায়;
কোষাগার থেকে কোটি কোটি টাকা যায়।
সৈন্যরা যেখানে করে গমন;
মাফিয়া করে থাকা-খাওয়ার আয়োজন।
      
সেনাদল রাজভোগ খেয়ে সুখ নিদ্রা যায়;
রাজ্য উজাড় রাজা করে হায় হায়।
উজির নাজির মন্ত্রী পেলো রাজাদেশ;
সে করেই হোক দুর্নীতি করতে হবে শেষ।
উপড়ে ফেলতে হবে দুর্নীতির শিকড়;
মাফিয়া চক্র যতই হোক না কেন ক্ষমতাধর।


শহর বন্দর নগর সবখানে তারা ছুটতে থাকে;
ভেট এসে হাজির হয় যাবার আগে।
সাথে আছে বাইজি-নর্তকী নানা উপহার;
কিছু করে ভোগ বাকিটা পাঠায় রাজবার।
ভেট পেয়ে রাজা মশাই শান্ত হয়ে যায়;
অভাব অনটন দুর্নীতিতে প্রজা করে হায় হায়।
তারিখ: ২৭-০১-২০২৪ ইং;