.        হৃদয়ের সাথে হৃদয়ের সম্পর্ক যেথা প্রবল;
        কাঁটাতারের বেড়া কেমনে করবে তা' বিকল!
               মননে মানসিকতায় যারা অভিন্ন;
               হবে কী আলাদা শুধু রাষ্ট্রের জন্য!
               পদ্মা যমুনায় একই পানি বহমান;
          এক ভাষায় বলি কথা এক সুরে গাই গান।
              বর্ষায় বাদল নামে দু'দেশ একাকার;
       একই পানিতে প্লাবিত হয় দু'দেশের নদীর ধার।
          হৃদয়ের সাথে হৃদয়ের সম্পর্ক যেথা প্রবল;
         কাঁটাতারের বেড়া কেমনে করবে তা' বিকল!!


           রবীন্দ্র নজরুলের গান প্রাণে দেয় দোলা;
             উত্তম-সুচিত্রার ছবি মন করে উতলা।
          দোয়েল কোয়েল শ্যামার কন্ঠে একই সুর;
          কোকিলের কুহু কুহু ধ্বনিতে উতলা দুপুর।
         পল্লী বধুর কন্ঠে ধ্বনিত হয় একই অভিমান;
          বৃদ্ধ-বৃদ্ধা খায় একই ধরনের সুপারি পান।
                অন্যায় দেখলে গর্জে ওঠে প্রাণ;
            মাঝির কণ্ঠে শুনি একই ভাটিয়ালি গান।
          হৃদয়ের সাথে হৃদয়ের সম্পর্ক যেথা প্রবল;
        কাঁটাতারের বেড়া কেমনে করবে তা' বিকল!!!


           মান্না সন্ধ্যা রুনা জব্বার দু'দেশের প্রাণ;
                  মন ভরে শুনি তাদের গান।
          মুয়াজ্জেমের আজান মন্দিরের ঘন্টা ধ্বনি;
                   প্রতিদিন একই ভাবে শুনি।
          জুঁই চামেলী বেলী শাপলা ফুটে থরে থরে;
               হাসি কান্নায় দিন কাটে ঘরে ঘরে।
            বাংলায় কথা বলে বাংলায় করে উচ্ছ্বাস;
       তারা এক আত্মা এক জাতি যেখানেই হোক বাস।
           হৃদয়ের সাথে হৃদয়ের সম্পর্ক যেথা প্রবল;
        কাঁটাতারের বেড়া কেমনে করবে তা' বিকল!!!!
                    তারিখ: ১৭-০৮-২০২৩ ইং;