আমরা গর্বিত বাঙালি,
               আছে সভ্যতার ইতিহাস,
আছে সমৃদ্ধ কৃষ্টি কালচার,
                সুন্দর দেশে করি বাস।

সুজলা সুফলা শস্য শ্যামলা ,
                ষড়ঋতুর বিচিত্র খেলা;
পাখ পাখালির গানে মুখর,
            আনন্দ গানে কাটে বেলা।
  
আছে সুন্দর সমৃদ্ধ ভাষা;
        রবী নজরুল মনে দেয় দোলা;
জারি সারি ভাটিয়ালি গান,
           মনকে করে তোলে উতলা।


ভুলে গেছি রবীন্দ্র নজরুলের
              অসাধারণ কথা সুর গান;
ড্রাম বাড়িয়ে গাইছি ব্যান্ড,
                ভুলে গেছি উচ্চাঙ্গ তান।


ছেঁড়া জিন্স এখন স্মার্ত,
             শাড়ির বদলে পরছে কুর্তি;
ধেই ধেই করে নাচছে তারা,
       জিন্স গেঞ্জি পরে করছে ফুর্তি।


কথার মাঝে মাঝে দু'চারটা,
                ইংরেজি বাক্য বলা চাই;
নইলে থাকে না স্মার্টনেস,
        হাতের বদলে চামচ দিয়ে খাই।


পাশ্চাত্যের কাছে বকালাম
           যত্নে গড়া নিজেদের ত্যক্তসর্বস্ব;
দেউলিয়া হয়ে ঘুরছি মোরা,
            বিকিয়েছি নিজেদের আত্মা।


রং মেখে সং সাজা বন্ধ হোক,
             আমাতে ফিরে এসো সবাই;
দেউলিয়াপনার হোক অবসান,
    ভিক্ষাবৃত্তি নয় আত্ম উপলব্ধি চাই।
      তারিখ: ২৫-০৮-২০২৩ ইং;