জটিল দুনিয়ার কঠিন সময়ে আমাদের বাস;
কষ্ট হচ্ছে নিতে নিঃশ্বাস।
নির্মল বাতাস খুঁজে পাওয়া ভার;
বাতাসে এখন কার্বন সিসা একাকার।
এসব নিয়ে নেই কারো মাথা ব্যথা;
সময় নেই কার ভাবার দেশ ও দশের কথা।
ভাবটা এমন নিজে বাঁচলে বাপের নাম;
দরকার নেই অন্যর পায়ে ঠুকতে প্রণাম।  


বোকারা তাড়ায় নিজের খেয়ে বনের মোষ;
তাদের জন্য হয় দুঃখ আফসোস।
বর্তমান যুগে সেই তো সেরা বুদ্ধিমান;
যে সার্বদা বাজায় নিজের গান।
দরিদ্র বন্ধুর সাথে যদি দেখা হয় পথে;
চিনতে পারে না তারে কোনমতে।
দরিদ্র আত্মীয়-স্বজন!
তারা আর কোন মতে নহে এখন আপন।

ঠোঁটের স্বাভাবিক হাসিটাও সরে গেছে দূরে ;  
সকল ক্ষেত্রে কৃত্রিমতায় গেছে ভরে।
স্বার্থ ছাড়া সব এখন বাতুলতা;
কোন মূল্য নেই উপদেশ আর তত্ত্বকথা।
আদর্শ গেছে এখন নির্বাসনে;
অর্থই আদর্শ অর্থই দেবতা সবার মনে।
সমাজ থেকে বিদায় শালীনতা।
এ যুগে সর্বত্রই প্রকট আত্মকেন্দ্রিকতা।
তারিখ: ০৭-১১-২০২৩ ইং;