সর্বদা উড়িয়ে চলছো কল্পনার ফানুস;
নিজের দিকে তাকাও হে মানুষ।
সর্বক্ষেত্রে শ্রেষ্ঠত্ব চাই তোমার;
ভাবছো না যোগ্যতা বইবে কিনা ভার?
শ্রেষ্ঠত্বের জন্য আছে কতটা বন্ধনা;
লক্ষ্যে পৌঁছাবে করেছো কী সাধনা?


দেখেছ কত মানুষের জোটেনা আহার;
খবর রেখেছো কি তার?
পরনে নেই শীত বস্ত্র থাকার নেই ঘর;
সে দিকে লক্ষ্য আছে কি তোমার?
মৃত্তিকার দিকে ফেরাও দৃষ্টি হে মানুষ?
তবেই হয়তো আসবে সত্যিকারের হুশ।  


পাওয়ার মাঝে তৃপ্তি আসেনা কারো;
যত পায় তত চায় আরো।
যদি দাও রাজসিংহাসন;
দুনিয়া জুড়ে চালাতে চাবে আগ্রাসন।  
তৃপ্ত হও তোমাতে যা কিছু অর্জন;
অন্তরের তৃপ্তিই প্রকৃত অভাব মোচন।
তারিখ: ৩১-০১-২০২৪ ইং;