বাজিয়ে চলছ সদাই নিজেই নিজের ঢোল;
কারো মুখেই নেই তোমার বোল।
আকাশচুম্বি তোমার গুণ;
বলবে কী কজনরে করেছো তুমি খুন?
ফুলের মত পবিত্র চরিত্রখানা;
নানা অপরাধে কবার গেছো জেলখানা?
নকলের অপরাধে পরীক্ষায় বহিষ্কার;
মাধ্যমিক পরীক্ষার পাশটি হলো না আর।


আলিশান বাড়ি গ্যারেজে দামি দামি গাড়ি;
সহধর্মিনী পরে লাখ টাকার শাড়ি।
বলতে পারো তুমি কেমনে কর রোজগার;
কিসের ব্যবসা কিসের কারবার?
সমাজ সেবক সেজে থাক দিবালোকে;
রাতের আঁধারে মত্ত হও সুখ ভোগে।
নিষিদ্ধ জগতের তুমি মধুকর;
ড্রাগ ব্যবসা আর চোরাচালানে ক্ষমতাধর।  
    
অপরাধ জগতের অধিকর্তা তুমি মহারাজ;
হিংস্রতায় ভরা তোমার কাজ।
হাসতে হাসতে করতে পারো মানুষ হত্যা;
তোমার মাঝে আছে কি মানুষের সত্তা।
তুমি ভোটের জন্য পেতেছ হাত;
পাশ করলেই জাতিকে দেবে মাত।
তোমার হাতে যদি পরে জাতির ভার;
পুরা দেশটা ঢেকে যাবে তিমির অন্ধকার।
  
নিজের শ্রেষ্ঠত্ব যে নিজেই করে প্রচার;
সেতো মানুষ নয় গোপাল ভার।
তোমার মাঝে থাকে যদি মহত্ব;
সমাজ সংসার দেবে তোমায় শ্রেষ্ঠত্ব।
তারিখ: ২৮-১২-২০২৩ ইং;