.      মানুষ সর্বদা খুঁজে ফিরে অন্যের ভুল;
       সমালোচনা মুখুর হয়, যদি খসে চুল।
               চালুনি সুইকে শুধায়;
        বিশাল একটা ছিদ্র তোমার পাছায়।
       সুই হেসে কয়, একটিতেই ছানাবড়া;
         তোমার শরীর পুরোটাই ছিদ্রে ভরা।
           অন্যের ছিদ্র খুঁজে দেখো পরে;
     নিজের চেহারাটা আগে দেখো নয়ন ভরে।


      অফিসের বড় কর্তা, সদা হম্বিতম্বি ভাব;
             শালীনতার বড়ই অভাব।
      একবারও করে না নিজ যোগ্যতা পরিমাপ;
      নিজ হাতে করলে কাজ, বলে বাপরে বাপ।
         অন্যের কাঁধে বন্দুক রেখে গুলি ছোরা;
               এ কাজে বড়ই দক্ষ তারা।
             দায়িত্ব নাও নিজ কাঁধে তুলে;
       দেখবে আহার নিদ্রা সবটাই যাবে ভুলে।


        সন্তান পেয়েছে সাড়ে নিরানব্বই নম্বর;
            পিতা মাতার বুক করে ধরপর।
         অথচ অংকে করেছিল ফেল দুজনে;
            সে কথা নেই তাদের স্মরণে।
                  রাজনৈতিক নেতারা;
        কথা শুনে মনে হয় আকাশের তারা।
       বিরোধী দলে থেকে বলেছিল কী কথা;
     সরকারী দলে এসে খালি করে দেয় মাথা।


       প্রবীণ নাগরিক সদায় বিলায় উপদেশ;
       ভাবেনা যৌবনকালে নিয়েছিল কী বেশ!
           সর্বদা খুঁজে তারা অন্যের দোষ;
     সামাজিক অবক্ষয় নিয়ে করে ফোঁস ফোঁস।
         নিজে ঘুষ খেয়ে করেছে গাড়ি বাড়ি;
        এখন সাধু বেশে জোব্বা, টুপি, দাড়ি।
       অন্যের সমালোচনায় হয়ো না বিভোর;
       মনের আয়না মেলে দেখ নিজের ভিতর।
        আত্ম সমালোচনায় নিজেকে কর যুক্ত;
   তবেই দুনিয়াটা হবে অপরাধ আর অন্যায় মুক্ত।
                তারিখ: ০৯-০৪-২০২৩ ইং;