অন্যেরটা ভাবার সময় নাই,
                  নিজেরটা নিয়ে ব্যস্ত তাই;
দেখা হলে বলে শুধু হাই,
                    অতপর বিদায় বাই বাই।


বিপদ আসলে ধারে কাছে,
               পাবেনা কাউকে আশেপাশে;
তাড়াতাড়ি কেটে পড়ে,
             দূরে গিয়ে মুচকি মুচকি হাসে।


যদি পকেটটা থাকে ফাঁকা,
                 পাশে কারো পাবেনা দেখা;
সবাই করবে ব্যস্ততার ভান,
              যুগের বাস্তবতা ভাগ্য লেখা।


আছে নিউ মডেলের দামি গাড়ি
              অভিজাত এলাকায় ঝাড়ি;
পকেটে আছে ভারী মানিব্যাগ,
                পিছনে ঘুরবে সুন্দরী নারী।


সত্য কথা এ যুগে বাতুলতা,
                 সত্যবাবু স্বেচ্ছায় নির্বাসনে;
ন্যায্য কথা বললে খাবে মার,
               বাড়বে দূরত্ব প্রিয় বন্ধুর সনে।


স্বার্থপরতায় ভরেছে দুনিয়াটা;
                গাছ লাগাবে না খাবে আম;
এটাই এখন বুদ্ধিমানের কাম।
                  নিজে বাঁচলে বাপের নাম।
       তারিখ: ১১-০৮-২০২৩ ইং;