.          টমেটোর মত গোলগাল টকটকে লাল;
                   নরম তুলতুলে তার গাল।
            দেখলে তারে হয়ে পড়ি  বেসামাল;
              আলতো করে টিপে দেই গাল।
              ঠোঁট দু'টোতে মিষ্টি মিষ্টি হাসি;
                দুষ্ট দুষ্ট কথা আসছে ভাসি ।
           ডাগর ডাগর চোখ দু'টি মায়ায় ভরা;
           সোনালী স্বপ্নে উদ্ভাসিত আপন ধরা।  


           ধেন মরিচের মত তার কথার ঝাল;
        বেসুর হলে খামচি দিয়ে তুলে নেয় ছাল।
               কথায় তার নেই জুড়িদার;
           মনে হয় টক-ঝাল-মিষ্টি আচার।
              সারাদিন নাচে তা থৈ থৈ;
           গানে গানে অস্থির ফেলে হৈচৈ।
          সবটাতে চাই জয় নেই কোন ভয়;
          বয়সখানা তার বেশি নয় মাত্র ছয়।  
             তারিখ:  ২৭-০৭-২০২৩ ইং;