দুনিয়ায় সস্তা কাজ বিলানো উপদেশ;
তাই উপদেশ বিলাই নিয়ে সাধুবেশ।
একবারও ভেবে হয় না দেখা;
পারব কী করতে বাস্তবায়ন নিজ লেখা।
শিক্ষক বিলায় উপদেশ ছাত্র তরে;
পিতা-মাতার উপদেশ প্রতি ঘরে ঘরে।


সমাজপতি প্রতিনিয়ত দেয় উপদেশ;
আছে শুরু নেই তার শেষ।
নেতা বিলায় উপদেশ কর্মী মাঝে;
সাজতে হবে সবাইকে নেতার সাজে।
রাজার উপদেশ প্রজার উপর;
না মানলে যাবে মাথা থাকবে শুধু ধর।


উপদেশের ভারে জর্জরিত এ ধরা;
উপদেশের বানিতে বই পুস্তক ভরা।
নিজে মানিনা কোন উপদেশ;
কিন্তু বিলানোর নেই কোন শেষ।
উপদেশ না বিলিয়ে দেখাও কর্ম করে;
সৃজনশীল কাজে দেশটা যাবে ভরে।
তারিখ: ০৬-১০-২০২৩ ইং;