বড় অস্থির সময়ে আমাদের বাস।
অতীব কঠিন মুক্ত বাতাসের শ্বাস।
সর্বত্র চলছে অস্থির প্রতিযোগিতা।
ভয়ে নির্বাসনে পালিয়েছে নৈতিকতা।
ভুলে গেছে সবাই ন্যায় অন্যায় বোধ;
বিজয় আনতে হবে নিতে হবে শোধ।
ছলে বলে উপরে ওঠা সবার লক্ষ্য।
প্রয়োজনে ল্যাং মার এলে প্রতিপক্ষ।


নিজে বাঁচলেই এখন বাপের নাম।
দরকার নেই ভাবার অন্যের দাম।
দেশ নিয়ে ভাবার নেই কোন দরকার।
এ জন্য আছেই তো দেশের সরকার।
জানিনা কবে হবে এটার উন্নয়ন?
দেশ ও জাতি চায় আশু পরিবর্তন।
      তারিখ: ১৬-০৭-২০২৩ ইং: