নীরবতার আছে একটা নিজস্ব ভাষা;
সেখানে খুঁজে পাবে আশা নিরাশা।
প্রচন্ড শোকে মানুষ নীরব পাথর;
চোখে শোক প্রচন্ড কান্না মানের ভেতর।
গভীর ভালোবাসায় যখন বিভোর;
চোখে আনন্দ মনো মাঝে থাকে ঘোর।

সৃষ্টির চিন্তায় মানুষ যখন হয়ে যায় মগ্ন;
নিরব চোখের ভাষা মনে হয় অসংলগ্ন।
ডুবে থাকে সে আপন কর্ম মাঝে;
সংসার চিন্তা বাজে না হৃদয়ের ভাঁজে।
নীরব হৃদয় মুখে নেই ভাষা;
চোখে দোলা দেয় ক্রন্দন ভালোবাসা।
তারিখ: ১৫-০৬-২০২৫ ইং;