গভীর রাত্রি, নিস্তব্ধ নিঝুম চারিধার,
          শুধু ঘুম নেই, দু'টি চোখে আমার।
  হোটেল ব্যল্কুনিতে দাঁড়িয়ে, দেখছি ল্যাম্প পোস্ট;
           আমি ঘুম হারা, একমাত্র গেস্ট।
দুর আকাশে তারারা, শুধু মিটিমিটি করে জ্বলছে;
        বুঝিনা, চুপিচুপি তারা কী কথা বলছে।
           মনের ভিতর এক বিশাল শূন্যতা
করছে ভর; জানি, এটা কোন দিন পাবেনা পূর্ণতা।


       চারিদিক সুনসান, শব্দরা ঘুমে অচেতন;
        বুকের ভিতর চলছে, সাগরের গর্জন।
পঞ্চাশ বছরের হিসাব, মিলাতে পারছি না আজ;
           শূণ্য শূণ্য বলে উঠছে আওয়াজ।
            দারিদ্রের কষাঘাত সইতে নারি;
  কন্যারে নিয়ে তুমি, স্বপ্নের দেশে জমালে পারি।
         আমার মামনি কোথায়, কেমন আছে;
আজও কি মোর অপেক্ষায়, চোখের জলে ভাসে?


     সুনয়না বলে, কেউ কি আজ ডাকে তোমায়?
       এ কথাটা জানতে, আমার বড় ইচ্ছে হয়।
   সুনয়না, এখন আমি থাকি, পাঁচ তারা হোটেলে;
          ভতকা, হুইস্কি, ব্রান্ডী সব চলে।
        সুন্দরী মেনকা, রম্ভা সালাম করে;
  আর আমার বিছানা শেয়ার করতে, লাইন ধরে।
                 গাড়ি, বাড়ি, নারী;
    আমার অপেক্ষায় দাঁড়িয়ে থাকে, সারি সারি।


    সুনয়না, যখন পাশে ছিলে মামনি আর তুমি;
       টাকা না থাকিলেও ধনী ছিলেম আমি।
আজ আমার আছে কারী কারী টাকা, গাড়ি-বাড়ি;
                তবুও নিঃস্ব, ফেরারী।
         নিদ্রাদেবী বিমুখ, দেয়না ধরা কভু;
   লিভারে ধরেছে পচন, জীবন প্রদীপ নিভু নিভু।
        বড় সাধ আজি, তোমাদের দেখিতে।
জানি, তা কোনদিন হবেনা পূরণ, এ নশ্বর জগতে।


    সময় হয়েছে আমার, চিরতরে চলে যাবাব;
   থামাও গর্জন, নিভে দাও সব আলো এবার।
          শান্ত, নিস্তব্ধ, নিঝুম এ সভায়;
  এ জগতকে জানাব চির বিদায়, বি••••••••••••••।
            তারিখঃ ০৩-১২-২০২২ ইং;