.          উজ্জ্বল বেগুনি আভা ছড়িয়েছে, বাগান বিলাস;
             একবার দেখলে ভরে না মনের আশ।
                  বারবার আটকিয়ে যায় দৃষ্টি;
        বহুদূর থেকে মন কারে, প্রকৃতির অনবদ্য সৃষ্টি।
         বাগান বিলাসে সুশোভিত বাগানের গেটখানা;
         পথচারী ফিরে ফিরে চায়, চোখ মানে না মানা।


      বাগানে নানা ফুলের সুবাস দোলা দিয়ে যায় প্রাণে;
              পুলকিত মনে গেলাম বাগান পানে।
              হঠাৎ বাগানের গেটখানা নড়ে উঠে;
      বিনা বাতাসে নড়ছে গেট, প্রস্তুত ছিলাম না মোটে।
                গেট পানে চেয়ে চোখ ছানাবড়া;
        গোখরো সাপ, জিব বের করে করছে নড়াচড়া।


           বড় বিপদ হতে পারত হলে অসাবধানী;
            এমনকি হতে পারতো জীবন হানি।
                    মনে মনে ভাবি তাই;
          রং আর ঢং দেখে কভু যেন ভুলে না যাই।
       রংয়ের আড়ালে থাকতে পারে বিপদের হাতছানি;
             জেনে নিতে হবে তাহা, হয়ে সাবধানী।
                    তারিখ: ১১-০৩-২০২৩ ইং;