মাটির চেয়ে খাঁটি দুনিয়াতে নাইরে কিছু আর;
        মাটি ছাড়া কেউ নেবে না তোমার ভার।
              জন্ম আমার এই মাটির কোলে;
        সবাই ভুললেও, কভু নাহি মাটি  ভোলে।
        মাটি থেকে পাই ফুল-ফল, শস্য, খাবার;
      মাটির ভিতরে সঞ্চিত, পানীয় জলের আধার।
    মাটির উপরেই নির্মিত হয় দালানকোঠা ঘরবাড়ি;
             আরো চলে বিলাস বহুল গাড়ি।
         মাটির বুকে খেলাধুলা আনন্দ হাসি গান;
    মাটির ভেতরে শেষ সজ্জা, হলে জীবন অবসান।


     মাটির ভিতরে থরে থরে সাজানো বিবিধ রতন;
           বিলাবে বলে রেখেছে করিয়া যতন।
             ক্ষতবিক্ষত করে তার দেহ খানা;
        ছিনিয়া নেই মোরা হীরা-পান্না, সোনা দানা।
       অধম সন্তানেরে মাটি মা অকাতরে করে দান;
                   তবু তারা রাখেনি তার মান।
       চুরি করে নিয়ে যায় সকল সম্পদ, সকল সুখ;
           জঞ্জাল এনে ভরিয়ে দেয় মায়ের বুক।


      বসুমতি মাতৃরূপে সর্বংসহা এই দুনিয়া মাঝে;
            কত অত্যাচার তবু প্রাণে নাহি বাজে।
                দাম্ভিক সদম্ভে পদাঘাত করে;
        ভাঙ্গে খনন করে, আবার পুড়িয়ে ইট গড়ে।
        তবুও নিরব নিস্তব্ধ, নেই কোন প্রতিবাদ;
       কখনোই করেনি কারো সাথে কোনো বিবাদ।
                বসমতি জেগে ওঠো এবার;
          অবাধ্য সন্তানের লহ এবার শাসনের ভার।
                   তারিখ: ২৯-০৩-২০২৩ ইং;