তুমি কোথায় আছো কেমন আছো?
এখনো কি আগের মতই ভালবাস?
এখনো কি তুমি আগের মতই মুক?
সামান্য কথাতেই কেঁদে ভাষাও বুক?
এখনো কি থাকো বসে খাবার নিয়ে;
অপেক্ষায় ঝরে কি জল দু'চোখ দিয়ে?
টিনের চালে বৃষ্টির ধ্বনি করে উতলা;
মধ্যরাতে বৃষ্টিতে ভিজ কি একেলা?


তুমি কোথায় আছো কেমন আছো?
এখনো কি আগের মতই ভালবাস?
আগের মতই কি প্রিয় রবীন্দ্র সংগীত;
সংগীতে বুঝি পালায় চোখের নিদ।
আমি নেই কাছে কে তব কোল বালিশ;
কার কাছে সকাল-বিকাল কর নালিশ?
ঐ নূপুরের ধ্বনি আজও আমি চিনি।
তুমি ছিলে গো বড্ড চাপা অভিমানি;


অফিসের কাজে এসে ছিলেম ঢাকা;
মনে শঙ্কা নিয়ে বাসায় ছিলে একা।
দরজা ভেঙ্গে অসভ্য হায়েনার দল;
পবিত্র দেহে ভরে দিল নোংরা জল।
সমাজ সভ্যতার বিরুদ্ধে অভিমান;
থামিয়ে দিল তোমার জীবনের গান।
তুমি কোথায় আছো কেমন আছো?
এখনো কি আগের মতই ভালবাস?


তুমি হয়ে আছো দূর আকাশের তারা;
দিবানিশি খুঁজে ফিরি হয়ে পাগলপারা।
ডেকে ডেকে অস্থির পাই না তব সাড়া;
তোমাকে ছাড়া আমি আজ দিশেহারা।
নিদহীন চোখে স্মৃতি নিয়ে জেগে থাকি;
হারিয়ে গেছ তুমি মোর গানের পাখি।
তুমি কোথায় আছো কেমন আছো?
এখনো কি আগের মতই ভালবাস?
       তারিখ: ২৭-০৬-২০২৩ ইং;