আগুন আগুন জ্বলছে আগুন চারিধার;
আছে কি পথ দরিদ্রের বাঁচিবার।
জ্বলছে আগুন বাসে ট্রেনে;
মরছে মানুষ পড়ে আছে লাশ ড্রেনে।
আগুনে পুড়ছে বাজার;
দরিদ্রের শক্তি নেই কোন জিনিস ধরিবার।
জ্বলছে আগুন তরকারি বাজারে;
দরিদ্রের ক্ষমতা নেই পৌঁছায় তার ধারে।


আগুনে পুড়ছে মন মানবতা হচ্ছে খুন
চালের বাজারে লেগেছে আগুন।
পুড়ছে আলু পেঁয়াজ রসুন তেল;
সাথে হচ্ছে ছারখার দরিদ্র মানুষের দেল।
বাজারে আগুন অবরোধে বন্ধ উপার্জন;
সবাই বলছে তারা দরিদ্রের সুজন।
সুজন কুজন বোঝেনা মন;
দরিদ্র চায় ভালোভাবে চলুক তাদের জীবন।


শিল আর পাটার ঘষাঘষি মরিচের বারোটা;
ক্ষমতা আমার চাই বুঝি না কারোটা।
নেতা-নেত্রী লভে ক্ষমতার স্বাদ;
দরিদ্রদের জীবনে চলতে থাকে বিষাদ।
চিড়ে চ্যাপটা তাদের জীবনটা;
তাদের তরে সত্যি কাঁদেনা কারো মনটা।
মসনদে ওঠার মই তারা বিবেচিত হয়;
ক্ষমতার পালাবদলে দরিদ্রের শুধুই পরাজয়।  


সবে খায় নারিকেল শাঁস দরিদ্রের ভাগ্যে বাঁশ;
তাইতো নেই জীবনে সুবাস দুঃখ বারো মাস।  
তারিখ: ১৯-১১-২০২৩ ইং;