প্রিয় স্বামী থাকে বহু দূর নিরজনে;
দেহ-মন খোঁজে তারে প্রতিক্ষণে।
নিশিদিন তারই কথা বাজে এ মনে;
কখন হবে দেখা প্রিয় সনে।
কাজে কর্মে বসে না মন;
সকাল সাঝে মন থাকে উচাটন।  


দিবস কাটে নানা কাজে কাজে;
নিশীথে হৃদয়ে ব্যথা বাজে।
দিবসে শাশুড়ি ননদিনী থাকে পাশে;
রাতে উতলা মন দখিনা বাতাসে।
দু’চোখে দেয় না ধরা ঘুম;
অস্থির মন শুধু চায় তার ঠোঁটে চুম।


স্মার্ট ফোন বিরহ রজনীর সাথী;
এটা টিপেই কেটে যায় রাতি।
মেসেঞ্জারে অচেনা বন্ধু সনে আলাপন
হৃদয়ের ব্যথা থাকে না গোপন।  
দুধের স্বাদ মেটে কি ঘোলে;
নব যৌবন যায় বুঝি গো বিফলে।


প্রহর গোণে আসবে কবে বিষ্যুৎবার?  
সময় হবে প্রিয়তমের আসিবার।
অপেক্ষার হবে অবসান;
আদর সোহাগে শীতল করবে প্রাণ।
সাহারা মরু মাঝে ঢালবে শীতল জল;
জীবন হবে শ্যামের বাঁশিতে উত্তল।


স্বপ্নের মত কেটে যায় দু’টি দিন
শনিবার বিকালে বেজে উঠে ব্যথার বীন।
স্বপ্ন টুটে হৃদয় ভাঙ্গে উঠে দীর্ঘশ্বাস;
আবার হতাশা মাঝে হবে বাস।
মেঘ মুক্ত আকাশে উঠে ঝড়;
রয় শুধু কান্না কাটেনা অপেক্ষার প্রহর।
তারিখ; ০৭-১২-২০২৩ ইং;