মানুষকে মানুষ বলি তার গুণে;
প্রাণীকুলে অনন্য সে আচরণে।
সদগুণ হলে বলি, 'মানবীয় গুণ';
এ জগতে, এটাই মনুষ্য জীবন।


অন্যতম মানবীয় গুণ বিশ্বস্ততা,
সাথে আছে ভক্তি, শ্রদ্ধা, আস্থা।
এ সমস্ত গুণাবলী আছে যার;
সেই মানুষ, শ্রেষ্ঠ জীব বিধাতার।


যদি না থাকে কার, এ গুণাবলী;
বল, কেমনে তাহারে মানুষ বলি?
সেতো নরাধম, মানুষের কলঙ্ক;
পশুরও অধম; ত্যাজ্য তার সঙ্গ।


পিতামাতারে যে সন্তান দেখেনা;
সঙ্গতি থাকতেও দেয়না খানা;
পাঠায় বৃদ্ধাশ্রমে, নেয়না ভার;
কোথা রহে মানবীয় গুণ তার?


'বন্ধু'! হয়ে সম্পদ করে গ্রাস;
তোলে চাঁদা, করে থাকে সন্ত্রাস;
ড্রাগ ছড়ায় সমাজে, খায় ঘুষ;
কেমনে বলিব তাহারে মানুষ?


কুকুর তুচ্ছ প্রাণী, সবাই জানি;
এর লালা মোরা অপবিত্র মানি।
তুচ্ছ প্রাণীর ভক্তির বহু ঘটনা
আছে আমাদের সাবার জানা।


মনিবের জন্য তার জীবন দান;
ইতিহাসের পাতায় নিয়েছে স্থান।
জীবন বাজি রেখে মনিকে তার,
বারে বারে করেছে সে উদ্ধার।


কুকুর বিশ্বাস, ভক্তিতে অনন্য;
মানুষ কুকুর পোষে এ জন্য।
সন্তান, বন্ধু, করে বিশ্বাস ভঙ্গ;
কুকুর সদায় দিয়ে থাকে সঙ্গ।


মানবীয় গুণের বুঝি পরাজয়;
কুকুরীয় গুণের হবে কি জয়?
আমরা কি তবে বলব এবার;
কুকুরীয় গুণের হোক প্রসার?


সেদিন যদি এ সমাজে আসে;
অযোগ্য হবে মনুষ্য বসবাসে।
নিবেদন জানাই সব সুধীজনে;
মানবীয় গুণের প্রসার চাই মনে।
  তারিখঃ ২৩-১২-২০২২ ইং;