বইছে মৃদুমন্দ দখিনা সমিরন;
ফুলবনে ভ্রমর করছে গুঞ্জন।
সরে গেছে কুয়াশার আবরণ;
রক্তে রাঙ্গা শিমুল পলাশ বন।


আম্র কাননে ফুটেছে মুকুল;
কচি পাতা গাছে করছে দুদুল।
কোকিলের কুহুতানে মুখরিত বন;
আজ বুঝি বসন্তের হল আগমন!


প্রাণে প্রাণে দিচ্ছে আজি দোলা;
বাল-বধু সবাই হয়েছে উতলা।
বাসন্তী রং শাড়ি জড়িয়ে দেহে;
তরুণী সবে চলছে গান গেয়ে।


প্রেমিক প্রেমিকারাও যুগলবন্দী;
অধরে-অধরে করছে তারা সন্ধি।
পাখির কলকালিতে উতলা মন;
আজ বুঝি বসন্তের হল আগমন!
     তারিখ:০৮-০২-২০২৩ ইং;