মেঘহীন বরষার আকাশ,
খেলা করছে দখিনা বাতাস।
আকাশটা আজ গাঢ় নীল;
উড়ছে সোনালী ডানার চিল।
নেই রোদের সেই প্রচন্ডতা;
কপোত কপতি কইছে কথা।
চারিদিকে জোছনা ঝলমল;
নদীতে নেই বর্ষার কল্লোল।


গাছে গাছে ফুটেছে শিউলি
ভিড় করছে সেথায় অলি।
মনোবীনায় বাজে মিষ্টি সুর;
মনটা হয়েছে আজ মধুর।  
কানে কানে ভ্রমরের গুঞ্জন
খুশিতে ভরে উঠছে তনুমন।
গাঢ় বর্ষায় বসন্তের সমাহার;
সময় হয়েছে তার আসিবার।
তারখ: ২৭-০৭-২০২৩ ইং