.        আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম নিজেকে;
               কিছু কিছু ভ্রুর চুলও গেছে পেকে।
               বেঢপ সাইজের হয়ে গেছে পেটটা;
               চোখে মোটা লেন্সের চশমা আটা।
                 দুশ্চিন্তায় আতকে উঠল মনটা
        কত তাড়াতাড়ি সমাপ্তির পথে চলছে জীবনটা!


        কত কথা, কত উপদেশ বিলাই অপরের তরে;
            নিজেকে আড়াল রাখি সবার অগোচরে।
               অন্যের দোষ খুঁজি সকাল সাঁঝে;
               ভুলেও তাকাই না নিজের মাঝে।
          সবার সামনে ধরি ভ্যং, আমি ফেরেশতা;
      ভাবি না লোকের আছে কী, আমার উপর আস্থা।


       নিজেকে একবার করাও দাঁড়, আয়নার সামনে;
          লোকে তোমায় শ্রদ্ধা করবে কি কারনে?
       তোমার চরিত্রে আছে কি অনুকরণীয় আদর্শ?
         না থাকলে কেমনে নেবে তোমার পরামর্শ?
        তুমি যদি হতে পার সবার কাছে আদর্শবান;
         তোমার অনুসরণে জনতাই জানাবে আহ্বান।
                   তারিখ: ০৪-০৪-২০২৩ ইং;