প্রথম যৌবন সদা সর্বদা উতালা মন;
লাজ লজ্জায় ভরা শিহরণ।
ক্লাসে মাধবীর চাহনি;
মনে হয় চঞ্চলা হরিণী।
হৃদয়ে তোলে ঝড়;
দিন রাত মাধবির চিন্তায় বিভোর।


খালতো বোনের হাতের একটু স্পর্শ;
হৃদয়ে আনে হর্ষ।
চারশ’ চল্লিশ ভল্ট খেলে যায় দেহে;
ক্ষণেক্ষণে তার দিকে থাকি চেয়ে।
একটু দেখার জন্য করি নানা ছল;
মনে হয় তারে ছাড়া জীবন অচল।


অথবা মামতো বোনের একটু হাসি;
পাখা ছাড়া হাওয়ায় ভাসি।
উচ্ছল যৌবন খোঁজে শুধু মৌবন;
উজ্জ্বল রঙে রাঙানো ভুবন।
কল্পনায় ভেসে বেড়ায় মন;
আনন্দ হাসি গানে ভরা প্রথম যৌবন।
তারিখ: ১২-০৩-২০২৪ ইং;